কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিস ১৩টি উপজেলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনার দিক সমূহ প্রতিনিয়তই পর্যবেক্ষণ করছে। স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নে বিশেষ দৃষ্টি রাখা হয়। স্বাস্থ্য ব্যবস্থাপনায় এ অফিস বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জন অফিস, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলা ও এর অন্তর্ভুক্ত ১৩ টি উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জন অফিস' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।
এ ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে।
আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জন অফিস, কিশোরগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS