কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিবাহিত নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ (ভায়া) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পানান কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে এই বিশেষ (ভায়া) ক্যাম্পের আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
৩০-৬০ বছর বয়সী নারী অথবা যে সব নারীদের বিয়ের বয়স ১০ বছরের উপরে হয়েছে, এমন নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ (ভায়া) ক্যাম্প হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসানের সভাপতিত্বে আয়োজিত বিশেষ (ভায়া) ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. দেবাঞ্জন প-িত, পরিসংখ্যানবিদ মো. আক্তারুজ্জামান, সিনিয়র স্টার্ফ নার্স রওশন আরা, মোমতাহিনা মিতু, পাপিয়া সুলতানা, মিডওয়াইফ আলভী আক্তার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ হুমায়ুন কবীর, স্বাস্থ্য পরিদর্শক মো. নূরুল ইসলাম, মফিজ উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা বেগম, স্বাস্থ্য সহকারী মো. শাহীনুল ইসলাম, আব্দুল বারীক, আশরাফুল ইসলাম, তাহমিনা মমতাজ, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রুমানা পারভীনসহ কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপ ও সাপোর্ট গ্রুপের সদস্যরা।
অন্যান্য :
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS