জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে ৩৭ জন এতিম ও গরিব শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা করানো হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিশুদের সুন্নতে খতনা করান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের চিকিৎসকরা।
জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের সপ্তাহব্যাপী স্বাস্থ্যসেবার অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ৩৭ শিশুকে প্রয়োজনীয় ওষুধসহ নতুন লুঙ্গি ও গামছা উপহার দেওয়া হয়।
এ সময় তাদের প্রয়োজনীয় সহযোগিতা করেন একদল সেবিকা। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর শিশুদের অভিভাবকদের সুন্নতে খতনা পরবর্তী শিশুদের যত্নে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং ওষুধসহ নতুন লুঙ্গি ও গামছা উপহার হিসেবে তুলে দেন।
লিঙ্কঃ স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে ৩৭ শিশুর সুন্নতে খতনা | NTV Online (ntvbd.com)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS