সেবায় বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আস্থা অর্জন : স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে দশম
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : বাজিতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সেবাদানে মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে। প্রতিদিন গড়ে প্রায় ৬০০-৭০০ রোগী এ হাসপাতালের বহির্বিভাগে সেবা নিতে আসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন যোগদানের পর থেকে বিভিন্ন সেবা কার্যক্রমে প্রাণ ফিরে আসে।
২০২২ সালে সারাদেশের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সেবাদান সূচকে স্বাস্থ্য অধিদপ্তরের করা জরিপে দশম স্থান লাভ করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব কর্মকর্তা-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেনের সহযোগিতার এ অর্জন।
ডা. সিনথিয়া বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবক-সেবিকাসহ সবার পরিশ্রম আর আন্তরিকতা সাফল্যের মূলমন্ত্র। আমরা যথাসাধ্য চেষ্টা করছি সব ধরনের রোগীদের আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সেবার মাধ্যমে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিকে আরো অনেকদূর এগিয়ে নিতে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS