Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


Title
সহকর্মীদের পুরস্কৃত করলেন পাকুন্দিয়ার স্বাস্থ্য কর্মকর্তা
Details

সহকর্মীদের পুরস্কৃত করলেন পাকুন্দিয়ার স্বাস্থ্য কর্মকর্তা (doctortv.net)


২০২২ সালে বিভিন্ন নিজ নিজ কাজে দক্ষতার জন্য পুরস্কৃত হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ২১ জন কর্মকর্তা-কর্মচারী। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ আলম খানের পক্ষ থেকে তাদেরকে পুরস্কার ও সম্মাননা জানানো হয়। 


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।


ডক্টর টিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ আলম খান।


তিনি জানান, ২০২২ সালের ফেব্রয়ারি মাসে যোগদানের পর থেকেই পাকুন্দিয়ার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে নানান উদ্যোগ গ্রহন করে চলেছেন। এরই অংশ হিসেবে অধীনস্থ সহকর্মীদের ভাল কাজে উৎসাহ দিতে ব্যক্তিগত উদ্যোগে  পুরস্কার তুলে দিলেন তিনি।


পুরস্কার ও সম্মাননা পেলেন যারা :


শ্রেষ্ঠ জুনিয়র কনসালটেন্ট : ডা. শাহ মোহাম্মদ হাসানুর রহমান।


শ্রেষ্ঠ মেডিকেল অফিসার : ডা. প্রবাল চৌধুরী।


শ্রেষ্ঠ সিনিয়র স্টাফ নার্স : সেলিনা বেবী।


শ্রেষ্ঠ মিডওয়াইফ : সাথী আক্তার।


শ্রেষ্ঠ ইনচার্জ (সিনিয়র স্টাফ নার্স) : ফারজানা আক্তার।


শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার : মোঃ কামরুল ইসলাম সিদ্দিকী


শ্রেষ্ঠ মেডিকেল টেকনোলজিস্ট : মোঃ খসরুল আলম


শ্রেষ্ঠ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর : মেহেরুন্নেছা রুপা


শ্রেষ্ঠ স্বাস্থ্য পরিদর্শক : মো: বোরহান উদ্দিন


শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী পরিদর্শক : মোঃ আবুল কালাম ইলিয়াস


শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী : শামসুন্নাহার শিল্পি


শ্রেষ্ঠ সিএইচসিপি (শ্রীরামদি সিসি) : হালিমা আক্তার


শ্রেষ্ঠ এমএইচভি : মোঃ ওমর ফারুক


শ্রেষ্ঠ ওয়ার্ড বয় : মোঃ নুরুল আমিন


শ্রেষ্ঠ পরিচ্ছন্নতাকর্মী : মোঃ আল আমিন


শ্রেষ্ঠ অফিস সহায়ক : মোঃ আলাউদ্দিন


শ্রেষ্ঠ কুক মশালচী : মোঃ দুলাল মিয়া


শ্রেষ্ঠ নিরাপত্তা প্রহরী : মোঃ রিয়াজ উদ্দিন খাঁন


প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মিটু লাল সাহা এবং


গোল্ডেন ফিঙ্গার অফ দ্যা ইয়ার (শতভাগ উপস্থিতি) : সুফিয়া খাতুন (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)।

 

Images
Attachments
Publish Date
26/01/2023
Archieve Date
24/02/2055