মিঠামইনে প্রথমবার প্রসূতি অস্ত্রোপচার
দেশের প্রত্যন্ত হাওরাঞ্চল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো প্রসূতি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই অস্ত্রোপচারে প্রসূতি আশা বেগম কন্যাসন্তানের জন্ম দেন। তিনি মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। অস্ত্রোপচার করেন চিকিৎসক মুক্তা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মো. সাইফুল ইসলাম ও সংশ্লিষ্ট চিকিৎসকেরা। আশা বেগমের এই সন্তান জন্মদানের মাধ্যমে হাওরাঞ্চলের চিকিৎসাসেবায় যুগান্তকারী অধ্যায় শুরু হয়েছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। নবজাতককে কোলে নিয়ে চিকিৎসক মুক্তা সুলতানাসহ সংশ্লিষ্টরা এত দিন পরে প্রসূতি অস্ত্রোপচার চালু করতে পেরে গর্ববোধ করছি। এটা হাওরবাসীর বহুদিনের প্রাণের দাবি ছিল।’ সিভিল সার্জন সাইফুল ইসলাম বলেন, মিঠামইনে এখন থেকে প্রসূতি অস্ত্রোপচার চালু থাকবে। এ ছাড়া অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় প্রসূতি অস্ত্রোপচার চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। প্রসঙ্গত, স্বাস্থ্য কমপ্লেক্সটি চালুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার ৩৮ বছর পর গত সোমবার প্রসূতির পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল অস্ত্রোপচার সেবা চালু হয়েছে। এটি শাফি বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার জেলার তিন হাওর উপজেলায় প্রথম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS