ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স "ডে কেয়ার কার্যক্রম” ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন
২ মাস থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের নিউমোনিয়াসহ অন্যান্য রোগের জন্য "ডে কেয়ার কার্যক্রম” পরিচালিত হয়। যাদের পক্ষে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়া সম্ভব পর হয় না, তাদেরকে সারাদিন ব্যাপী এই সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। পুরো কিশোরগঞ্জ জেলার মধ্যে ভৈরব উপজেলায় সবচেয়ে বেশি শিশু এই ডে কেয়ার সেন্টার থেকে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
কিশোরগঞ্জ জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ২০২৩ সালের পারফরম্যান্সের ভিত্তিতে ২৪শে জানুয়ারী ২০২৪ ইং তারিখে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন।
কিশোরগঞ্জের সকল ইউএইচএফপিও সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স "ডে কেয়ার কার্যক্রম” ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করে।
এ ব্যাপারে ইউএইচএফপিও ডা: বুলবুল আহমেদ বলেন, কিশোরগঞ্জের সুযোগ্য সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাই এই জন্য যে, তিনি স্বাস্থ্য সেবায় উৎসাহ প্রদানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রবর্তন ও দিচ্ছেন। "ডে কেয়ার কার্যক্রমে" জেলায় প্রথম স্থানের পুরস্কার পেয়েছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ জন্য আমি আমার সকল সহকর্মীদের বিশেষ করে শিশু বিশেষজ্ঞ ডা.তাহমিনা খন্দকার মুনমুন ও ডা. এম.এ. করিম রাকেলসহ সকল ডাক্তার, সিনিয়র স্টাফ নার্সসহ পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রেখে আমরা সামনে এগিয়ে যাবো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS