বিজয়ের মাসে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হাত থেকে ল্যাপটপ, পিডিএ ও অন্তঃ বিভাগের জন্য মোবাইল ফোন নিল মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। সোমবার (৫ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আদনান আখতার-এর সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন শুভ উদ্বোধন করা হয়। পরে হলরুমে গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরন করে নেন মেডিকেল অফিসার ডাঃ মিলন রায়, ডাঃ রাফাত জামি ও ডাঃ জিন্নাত সুলতানা । উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তমাল কান্তি মল্লিক, স্বাস্থ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ান আফরিন নীলা। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগন, মেডিকেল অফিসারবৃন্দ, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও সিনিয়র স্টাফ নার্সবৃন্দ। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও উপস্থিত অতিথিরা মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের হাতে ১০টি ল্যাপটপ, ১৫ টি পিডিএ ও ১ টি অন্তঃ বিভাগের জন্য মোবাইল ফোন তুলে দেয়া হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS