কিশোরগঞ্জ প্রতিনিধি:
তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি – এ শ্লোগান কে সামনে নিয়ে বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস।
৩১ মে ( শুক্রবার ) সকাল ১০ টায় জেলা প্রশাসক এর সভাকক্ষে ধূমপান তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ জেলা টাস্কফোর্স কমিটির ফোকাল পয়েন্ট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মহুয়া মমতাজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্হান কর্মসূচি, রেলী, লিফলেট বিতরণের মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে দশটায় রেলী উওর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি ছিলেন সিভিলসার্জন কিশোরগঞ্জ ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডাঃ সাইফুল ইসলাম। তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি ও ধূমপানের ক্ষতিকর দিকগুলো তূলে ধরে দলগত নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিশোরগঞ্জ সদর ও উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডাঃ নাজমুল করিম। কিশোরগঞ্জের একটি পাবলিক প্লেস ধূমপান মুক্ত করার উদ্যোগ গ্রহনের প্রস্তাব নিয়ে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS