# নিজস্ব প্রতিবেদক :-
ঢাকা বিভাগের ১৩ জেলায় আগামী ১৫ অক্টোবর থেকে বিনামূল্যে জরায়ু মুখের ক্যান্সারের টিকা দেয়া হবে। টিকা দেয়া হবে ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের। সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে ৩ অক্টোবর মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম তারেক আনাম জানান, কিশোরগঞ্জের ১৩ উপজেলায় মোট এক লাখ ৭৮ হাজার ৪৭৬ জন কিশোরীকে এই টিকা দেয়া হবে।
এর আগে তাদেরকে করোনার টিকার মত একটি নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। প্রত্যেককে মাত্র এক ডোজ টিকা দেয়া হবে। তাতেই তারা চিরকালের জন্য সুরক্ষিত হয়ে যাবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুহার সবচেয়ে বেশি। এর পরেই আছে জরায়ু ক্যান্সরে মৃত্যু। জরায়ু ক্যান্সারে বছরে ৪ হাজার ৯৭১ জন নারীর মৃত্যু হয়। টিকা গ্রহণ না করলে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হবে। মারা যাবে ৪ লাখ। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্য কোন শারীরিক বা যৌন সংক্রান্ত সমস্যা তৈরি হয় না। কাজেই সবাইকে নিশ্চিন্তে এই টিকা গ্রহণের আহবান জানিয়ে বলা হয়, ব্যক্তিগত উদ্যোগে অনেকে তিন ডোজ টিকা নিয়েছে। তাতে প্রায় ৮ হাজার টাকার মত খরচ হয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুসারে এখন কেবল এক ডোজ টিকা নিলেই চলবে। সরকার এটা বিনামূল্যে দিচ্ছে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সারোয়ার, ইউনিসেফ প্রতিনিধি ডা. মাহফিনা হক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. চৌধুরী শাহরিয়ার ও ডা. মাহবুবুর রহমান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS