কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপন মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স এ রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমার মুক্তিযোদ্ধা কেবিন ও শহীদ আইভি রহমান প্যাথলজিক্যাল ল্যাব এর শুভ উদ্বোধন করেছেন।
শহীদ আইভি রহমান প্যাথলজিক্যাল ল্যাব
শুক্রবার ১৬ ডিসেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে এ উক্ত মুক্তিযোদ্ধা কেবিন ও প্যাথলজিক্যাল ল্যাবের উদ্বোধন করা হয়।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ আদনান আখতার জানান, ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের জন্য কেবিন এবং কুলিয়ারচর উপজেলার সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং কুলিয়ারচরের স্বাস্থ্যখাতকে আরো সমৃদ্ধশালী করতে এসবের উদ্বোধন করা হয়েছে।
এ সময় কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তমাল কান্তি মল্লিক, জুনিয়র কনসালটেন্ট ডাঃ মফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মিলন, ডাঃ রাফাত জামি, ডাঃ তামিনা হোসেন, ডাঃ খালিদ, ডাঃ আজিজুল সহ নার্সিং কর্মকর্তা, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত মুক্তিযোদ্ধা কেবিন ও শহীদ আইভি রহমান প্যাথলজিক্যাল ল্যাব কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আদনান আখতার এর সার্বিক তত্বাবধানে কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স এটি বাস্তবায়ন করেছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS