Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


Title
পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস পালিত
Details

পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস পালিত..

পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ)  প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৬ ই ডিসেম্বর) প্রভাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনী, সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা উত্তেলন করা হয়।
এ উপলক্ষে সকাল ৮টায় পাকুন্দিয়া সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাকুন্দিয়া পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ও শিক্ষা প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করেন।

কর্মসুচীর মধ্যে ছিল সকাল ৯ টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণী।
বিজয় দিবস উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নতুন এম্বুলেন্স উদ্বোধন করেন সাবেক আইজিপি ও সচিব নূর মোহাম্মদ এমপি।
পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ – ২ ( পাকুন্দিয়া – কটিয়াদি) আসনের সাংসদ নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) তানিয়া আক্তার, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান উদ্দিন প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Image
Attachments
Publish Date
16/12/2022
Archieve Date
31/12/2054