কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কমিউনিটি গ্রুপ মাসিক সভা ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ দ্বি-মাসিক সভা নিয়মিতকরণ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে তারাকান্দি কমিউনিটি ক্লিনিক চত্ত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর এ আলম খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপ, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের ন্যাশনাল কোঅর্ডিনেটর শাহানা পারভীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মন্তোষ বিশ্বাস, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের ডেপুটি প্রোগ্রামার ডা. গীতা রানী, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের অনুমোদিত প্রতিষ্ঠান। এই ক্লিনিক স্থাপনের পর থেকে গ্রামের অসহায় দরিদ্র মানুষজন বিনামূল্যে চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ সেবা পাচ্ছেন। স্বাস্থ্য সেবা পাওয়া মানুষের অধিকার। আর এই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সেবার মান ও ঔষধ সরবরাহ বাড়ানোর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।
এর আগে তিনি উপজেলার মুনিয়ারীকান্দা, বিশ্বনাথপুর, আমতলী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS