নানান আয়োজনে সোমবার (২১ নভেম্বর) কিশোরগঞ্জের নিকলীতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সজীব ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সোহাগ মিয়া, মেডিকেল অফিসার হুমায়ূন কবীর, হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ) মো. আব্দুর রহিম, নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল বাতেন চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিকের সেবন মানুষকে ঝুঁকির মুখে ফেলছে। মানব শরীরের পাশাপাশি গবাদি পশু ও হাঁস মুরগির খাবারেও যথেচ্ছ ব্যবহার হচ্ছে এন্টিবায়োটিক। যার ফলে রোগ সংক্রমণ নিয়ন্ত্রণ যেমন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। জনগণ সচেতন না হলে এ সমস্যা সমাধাণ অসম্ভব।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS