কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম- ২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মো. মুজিবুর রহমান।
তাড়াইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমাছ হোসেন, ডা. মো. মঞ্জুরুল ইসলাম, ছাত্র অভিভাবক সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুজ্জামান মামুন, স্বাস্থ্য পরিদর্শক (ইপিআই) মো. মঞ্জুরুল মুকিত, স্বাস্থ্য পরিদর্শক নূরজাহান প্রমুখ।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে গঠন করা ক্ষুদে ডাক্তারের দল সপ্তাহব্যাপি প্রাথমিক প্রশিক্ষণের ভিত্তিতে শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টি শক্তি পরীক্ষা করে অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি, দৃষ্টি শক্তির ত্রুটিসহ নানা বিষয় শিক্ষকের নজরে আনবেন।
তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুজ্জামান মামুন বলেন, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ও দলগতভাবে কাজ করার এমনকি সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মো. মুজিবুর রহমান বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ অভিনব উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS