Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


Title
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালে
Details

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালে


স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪





ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালেছবি: প্রতীকী

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১১ জন ভর্তি হয়েছেন।



শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও উত্তর সিটি করপোরেশনে চারজন রয়েছেন।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৩০ জন। আক্রান্তদের মধ্যে ৮৪২ জন পুরুষ ও ৪৮৮ জন নারী রয়েছেন। একই সময় ডেঙ্গুতে মারা গেছেন ১৭ জন। মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন।  

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।




বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
আরকেআর/আরবি

Images
Attachments
Publish Date
24/02/2024
Archieve Date
31/03/2056