কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে মেশিন শুভ উদ্বোধন করেন, কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম । রবিবার (৩০ এপ্রিল, ২০২৩ খ্রিঃ) দুপুর দুইটায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে মেশিন শুভ উদ্বোধন করা হয় । এর আগে উপজেলার রামদী ইউনিয়নের পীরপুর এলাকায় কমিউনিটিতে মাতৃমৃত্যু বিষয়ক পর্যালোচনা সভা ও মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা, কিশোরগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. এস, এম তারেক আনাম, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহম্মদ, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নূর মাহমুদ, ভৈরব আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বসকয়েল) এর চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তমাল কান্তি মল্লিক। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, স্থানীয় সাংবাদিক ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীগন উপস্থিত ছিলেন । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার জানান, প্রায় সাত বছর ধরে আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট থাকায় আর টেকনিশিয়ানের অভাবে এক্স-রে মেশিনের কার্যক্রম বন্ধ ছিলো। তিনি বলেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ভৈরব আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বসকয়েল) এর চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানের আর্থিক সহায়তায় ও সহযোগিতায় এবং নিমিইউ এর টেকনিক্যাল সাপোর্টে দুটো সেবার সার্ভিস চালু করতে পেরেছি । উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, প্রাইভেট হাসপাতাল গুলোতে পদে পদে অনেক টাকা খরচ করতে হয়। তার তুলনায় কুলিয়ারচর সরকারি হাসপাতাল থেকে আল্ট্রাসনোগ্রাম সেবা নিতে সরকারি নির্ধারিত স্বল্প মূল্য লাগবে ২ শ ২০ টাকা আর এক্স-রে করতে লাগবে মাত্র ৭০ থেকে ১০০ টাকা । তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এটি মানুষের জন্য একটি বড় সুযোগ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS