Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


Title
Digital Innovation Fair- 2022 took place in Kuliarchar
Details

কুলিয়ারচরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর, ২০২২ খ্রিঃ) দিনব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উক্ত মেলা প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা। 

বিভিন্ন কর্মসূচির মধ্যে অনুষ্ঠান শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি (ইউএনও) ফিতা কেটে দিনব্যাপী মেলা শুভ উদ্বোধন শেষে উপস্থিত অতিথিদের নিয়ে মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেছেন এবং ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল সেবা সম্পর্কে ধারণা লাভ করেন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সংগীত ও নৃতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি কর্তৃক পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকার স্টলদের সনদ প্রদানের মধ্য দিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী হয়। 

উক্ত মেলায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম,  উপজেলা স্বাস্থ্য ও প, প কর্মকর্তা ডাঃ আদনান আখতার,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা,, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক জুয়েল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আলিম রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। 

উল্লেখ্য মেলায় বিভিন্ন দপ্তরের ১২ টি স্টল অংশগ্রহণ করেন। 

কুলিয়ারচরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত - BhorerBarta24.Com 

Attachments
Publish Date
09/11/2022
Archieve Date
31/03/2119