কিশোরগঞ্জে অভিযান চালিয়ে অনিবন্ধিত পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ মে) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানের মাধ্যমে বন্ধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো-জেলা শহরের মুকসেদপুর এলাকার মেডিকেয়ার হেলথ সেন্টার, কিশোরগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতাল, বড়পুল চক্ষু হাসপাতাল, লতিবাবাদ চরপাড়া এলাকার মুক্তি ডায়াগনস্টিক সেন্টার ও জেলা শহরের নগুয়া বটতলা এলাকার হোসাইনিয়া হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগীয় অন্যান্য কর্মকর্তা ও জেলা পুলিশ সদস্যরা।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ শহরে ১১টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। রোববার (২৯ মে) অনিবন্ধিত পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তালা দিয়ে সিলগালা করে দেওয়া হয়।
বাকি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
লিঙ্কঃ কিশোরগঞ্জে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার (banglanews24.com)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS