কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ৭ ডেঙ্গু রোগী সনাক্ত
কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে শনিবার (২ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, বর্তমানে জেলার তিনটি হাসপাতালে ২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৭ জন ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।
তথ্য অনুযায়ী জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২২৬৭ জন এবং একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ২২৪৪ জনকে।
জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS