Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


Title
কিশোরগঞ্জে বন্যার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Details

কিশোরগঞ্জে বন্যার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হাওর এলাকাসহ নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় নির্ধারণে বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও, রেডক্রিসেন্ট, স্কাউটস ও বিভিন্ন সংস্থার সমন্বয়ে জেলা প্রশাসন প্রস্তুতি সভা করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ৪ জুলাই মঙ্গলবার কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, সিভিল সার্জন সাইফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবজর গিফারি, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া জুমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, নিকলীর উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাকিলা পারভীন, ভৈরবের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, কুলিয়ারচরের উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা ও বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসাইন।
সভায় জানানো হয়, কিশোরগঞ্জে সম্ভাব্য বন্যার জন্য ৪৯৬টি আশ্রয় কেন্দ্র, ৮৩ হাজার খাবার স্যালাইন, ৪৫০ মেট্রিকটন খাদ্য, পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৪৫৭টি মেডিক্যাল টিম, সাপের কামড়ের ইনজেকশন, দুটি উদ্ধারকারী নৌযান ও ডুবুরি দলসহ প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। এছাড়া জেলায় ১৩৩টি পুলিশ বিটের কর্মকর্তাকেও সতর্ক রাখা হয়েছে। তবে এখনও জেলার নদ-নদীর সকল পয়েন্টেই পানি প্রবাহ বিপদ সীমার অনেক নীচে রয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল হোসেন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. নাদিরুজ্জামান ও জেলা রোভার সম্পাদক কামরুল আহসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।


https://dainikpurbokontho.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/?fbclid=IwAR2sgTpn2_7rX9UotVtG0Pt_xSdhYDp_GOQgGyJvQksDiHxmuSiwvjYUpkU_aem_Aalik-65eL98R2ojunFr38o1tVTnzcMiLJYx_HPasZfG78yWfYv2k-IP0EtrgrjYY4g&mibextid=Zxz2cZ

Images
Attachments
Publish Date
04/07/2023
Archieve Date
31/07/2087