তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটি ও স্যানিটারি ইন্সপেক্টরদের ভূমিকার বিষয়ে কিশোরগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে সিভিল সার্জনের কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। নাটাব প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল ডা. এস.এম. তারেক আনাম। এতে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও প্রচারের নানা দিক তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মাহাবুবুর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ ওবায়দুল হক, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, কিশোরগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মদিনা আক্তার, নাটাব ফিল্ড অফিসার আমিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল ও ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে টাস্কফোর্স কমিটি ও স্যানিটারি ইন্সপেক্টরদের ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়।
লিঙ্কঃ কিশোরগঞ্জে তামাক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা (mzamin.com)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS