কিশোরগঞ্জে এইচপিভি টিকা দান উপলক্ষে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জ প্রতিনিধি: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছরের বালিকাদের এইচপিভি টিকা দান উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস.এম তারেক আনাম। বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান, ডাঃ চৌধুরী শাহরিয়ার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ সারোয়ার, ইউনিসেফ প্রতিনিধি ডাঃ মহসিনা হক প্রমুখ। সংবাদ সম্মেলনে ১০-১৪ বছর কিশোরীদের বিনামূল্যে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এ বছর কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভায় শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ৬৪ হাজার ২৯৮ জন ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১৪ হাজার ১৭৮ জন কিশোরী এ টিকা পাবেন। এই টিকা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS