কিশোরগঞ্জের নিকলীতে তামাক নিয়স্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব (পার-২), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব জাকিয়া পারভীন ।
কমিটির সদস্য সচিব ডা: সজীব ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন-ডা. জহির আহমেদ তালুকদার। আরো উপজেলার সকল সরকারি দপ্তর প্রধান উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ।
পরে উপ সচিব জাকিয়া পারভীন নিকলীতে ৪২ বিসিএস এ নব যোগদানকৃত চিকিৎসকদের সাথে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেনে এবং নবনির্মিত হাসপাতালের রোগীদের সাথে কথা বলেন ও হাসপাতালের পরিচ্ছনতা ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে নতুন ভাবে সুসজ্জিত লেবার রুম, কেএমসি কর্নার, সম্মেলন কক্ষ, এনসিডি কর্নার পরিদর্শন করেন এবং নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS