Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


Title
কটিয়াদীতে ফ্রিতে সিজারিয়ান সেবা
Details

কটিয়াদীতে ফ্রিতে সিজারিয়ান সেবা


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম বিনামূল্যে সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে।

দীর্ঘ ১৪ বছর পর মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাসপাতাল কমপ্লেক্সের ওটিতে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী ফেরদৌস জাহানের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম হয়।


স্বাস্থ্য সেবায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সকল জনপদ, গৃহ ও পরিবারের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার অভিষ্ট লক্ষ্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুপ্রেরণায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব এর নেতৃত্বে ডা. জেরিন তাসমিন, ডা. ফারিহা, ডা. ঈশা খান, স্টাফ নার্স লিপি, রাজিব, লাকি, মিডওয়াইফ নার্গিস সফল সিজারিয়ান অপারেশনে অংশগ্রহণ করেন।


প্রসূতির স্বামী তোফাজ্জল হোসেন বলেন, স্ত্রীর প্রসব বেদনা উঠলে গত ১২ সেপ্টেম্বর রাতে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। অপারেশনের পর মা ও পুত্র দুজনেই সুস্থ আছেন। কটিয়াদী সরকারি হাসপাতালে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় আমাদের মতো সাধারণ মানুষেরা উপকৃত হবে।


কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব বলেন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৪ বছর পর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক প্রসূতি মায়ের পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এখন থেকে বিনামূল্যে উপজেলাবাসী হাতের নাগালেই সিজারিয়ান ও সার্জিকেল সেবা পাবে।

Attachments
Publish Date
13/09/2022
Archieve Date
31/10/2054