ডা.এস এম তারেক আনাম
ডেপুটি সিভিল সার্জন, কিশোরগঞ্জ
ডা. এস এম তারেক আনাম ০১/০৯/২০২২ ইং তারিখ কিশোরগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জনের দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের গোপনীয় অনুবেদন শাখায় দায়িত্ব পালন করেছেন।
ডা. এস এম তারেক আনাম ১লা জানুয়ারি ১৯৮৫ সালে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এম বি বি এস ডিগ্রী অর্জন করেন। ২ রা শে নভেম্বর ২০১৪ খ্রিঃ তারিখে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের তেত্রিশ তম ব্যাচের সদস্য হিসেবে জনগণের সেবায় স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন ।
তিনি ২রা নভেম্বর ২০১৪ হতে ২৫ শে সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত সহকারী সার্জন হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী, রাজবাড়ী এ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজবাড়ী সদর হাসপাতালে এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , নরসিংদী এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন এর দপ্তরে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সিভিল সার্ভিস এ আবশ্যিক বুনিয়াদি প্রশিক্ষণকালীন বিশেষ কৃতিত্বের জন্য সম্মানজনক "নির্বাহী পরিচালক" পুরস্কারে ভূষিত হন।
সিভিল সার্ভিস এ যোগদানের পূর্বে তিনি জহরুল ইসলাম মেডিকেল কলেজ এ অ্যানাটমি বিভাগে অধ্যাপক ডা. এম এ হাই ফকির এর অধীনে প্রভাষক এবং অধ্যাপক ডা. শরীফ মো: শাহজাহান এর অধীনে মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন। পরবর্তীতে ঢাকার শাহবাগে অবস্থিত ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এ এমার্জেন্সি কার্ডিয়াক রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী ডা কানিজ ফাতেমা বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত এবং শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল এ শিশু বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস