ডা. মোঃ দিদারুল ইসলাম ১৫/০৫/২০২৪ ইং তারিখ কিশোরগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জনের দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে তিনি স্বাস্থ্য অধিদপ্তরে গবেষণা কর্মকর্তা এবং অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) এর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি ৮ই জুন ১৯৮৮ সালে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট থেকে এম বি বি এস ডিগ্রী এবং জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) থেকে জনস্বাস্থ্য রোগতত্ব এর উপর স্নাক্তকোত্তর এম পি এইচ অর্জন এর পর ৭ই আগস্ট ২০১৪ খ্রিঃ তারিখে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের তেত্রিশ তম ব্যাচের সদস্য হিসেবে জনগণের সেবায় স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন ।
তিনি ইতিপূর্বে গবেষণা কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে পরিকল্পনা ও গবেষণা শাখায় ও পরবর্তীতে অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) এর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী একজন চিকিৎসক এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস