Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


শিরোনাম
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এক নারীর স্তন টিউমার সফল অপারেশন
বিস্তারিত

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এক নারীর স্তন টিউমার সফল অপারেশন



ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এক নারীর স্তন টিউমার (Excision Pyogenic granuloma in Left Breast) সফলভাবে অস্ত্রোপাচার সম্পন্ন করে টিউমার অপসারণ করা হয়েছে। ৩১ জানুয়ারি বুধবার এ অপারেশন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ এর নেতৃত্বে এ সফল অস্ত্রোপাচার সম্পন্ন করে টিউমার অপসারণ কার্যক্রমে অংগ্রহণ করেন ডা. মো. মাহবুব আলম নিউট্রন এবং এনস্থেসিয়া হিসেবে ছিলেন ডা. এ জেড এম ফরহাদ হোসেন। রোগীটি ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকার জেরিন (২০), তিনি স্তন টিউমার নিয়ে পরামর্শ নিতে আসলে হাসপাতালের ডাক্তারগণ বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষা শেষে তার অস্ত্রোপাচারের সিদ্ধান্ত গ্রহণ করে। পরে ৩১ জানুয়ারি বুধবার অপারেশন থিয়েটারে জেরিনের সফল অস্ত্রোপাচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং সুস্থ আছেন। দু’একদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন।
এ প্রসঙ্গে ডা. বুলবুল আহম্মদ বলেন, শুধু এ অপারেশন নয় এ হাসপাতালে আমরা ঠোঁট কাটা, নরমাল ও সিজারিয়ানের মাধ্যমে ডেলিভারী, শিশুদের সুন্নাতে খৎনা, পিতৃথলির পাথর, পেটের ভিতরে টিউমার, স্তন ক্যান্সার, জরায়ু ইনফেকশনসহ বিভিন্ন ধরণের জটিল ও কঠিন অপারেশন করে থাকি। ভৈরব উপজেলাবাসী এ হাসপাতালে এসে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষা সরকার নির্ধারিত মূল্যে করতে পারবেন এবং বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা নিতে পারবেন।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/02/2024
আর্কাইভ তারিখ
29/02/2056