ভৈরবে রোগীর মৃত্যুর ঘটনায় গ্রামীণ জেনারেল হাসপাতাল সিলগালা করেছে কর্তৃপক্ষ। তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে হাসপাতালটি বন্ধ থাকবে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহাম্মদ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে উপজেলা প্রশাসনকে অবগত করে হাসপাতালে তালা লাগিয়ে দেন। আজ থেকে হাসপাতালের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান।
৭ জুলাই এই হাসপাতালে সেলিনা বেগম (৪৬) নামের এক রোগী জরায়ুর অপারেশন করতে এসে অপারেশনের পর ওইদিন রাতে মারা যান। অপারেশন করেছিলেন গাইনি ডা. সার্জন ফাহিমা শারমিন হানি। রোগী মারা যাওয়ার পরদিন রোগীর আত্মীয়স্বজনরা হাসপাতালটি ভাঙচুর করে ৩৮ লাখ টাকা ক্ষতিসাধন করে বলে অভিযোগ আছে। রোগীর অভিভাবকরা ১১ জুলাই ডাক্তারসহ ৬ জনকে আসামি করে থানায় মামলা করে। অপরদিকে হাসপাতাল ভাঙচুরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৫ জনকে আসামি করে মামলা করেন। উভয় মামলার আসামিরা আদালত থেকে জামিন পেয়েছেন। এদিকে স্বাস্থ্য বিভাগ রোগী মৃত্যুর ঘটনায় একটি তদন্ত টিম করেছে। এরপর স্বাস্থ্য অধিদপ্তর ১১ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে হাসপাতালের সব কার্যক্রম আপাতত বন্ধ রাখতে বলেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস