পাকুন্দিয়ায় শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু প্রতিরোধে রেমেন (REMN) কর্মসূচির উদ্বোধন
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের যৌথ উদ্যোগে ইউনিসেফ বাংলাদেশের কারিগরি এবং আর্থিক সহযোগিতায় শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু প্রতিরোধে রিচিং এবরি মাদার নিউ বর্ণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
উপজেলার নারান্দী ইউনিয়নের আমলীতলা কমিউনিটি ক্লিনিক এবং নারান্দী হেলথ ও ফ্যামেলি ওয়েলফেয়ার সেন্টার রিমেন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করা হয়। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি ইউনিয়নের কার্যক্রমের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা সাইফুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা এসএম তারেক এনাম, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা নূর-এ-আলম খান, পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নাজমুল আনোয়ার অপু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম মিয়া, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা চৌধুরী শাহরিয়ার ও ইউনিসেফ বাংলাদেশ এমএনসি এইচ কনসালটেন্ট ডা মাহফিনা হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের মাধ্যমে শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু প্রতিরোধে দৃঢ় প্রত্যয় লক্ষ মাত্রা অর্জনে এই প্রকল্পের যাত্রা শুরু হলো কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। এই অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ রিমেন প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্য বিস্তারিত সকলের সামনে তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস