Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


শিরোনাম
নিকলীতে এই প্রথম চালু হলো শিশুদের জন্য পেডিয়েট্রিক এনসিডি কর্নার
বিস্তারিত

নিকলীতে এই প্রথম চালু হলো শিশুদের জন্য পেডিয়েট্রিক এনসিডি কর্নার

byDNBD-


মোঃ হাবিব মিয়া, হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
সারা বাংলাদেশে শুধুমাত্র ২ টি জেলাতে এই প্রথম চালু হলো শিশুদের জন্য পেডিয়েট্রিক এনসিডি কর্নার। তার মধ্যে অন্যতম কিশোরগঞ্জ এবং বাঘেরহাটে জেলা সেই সূত্রধরে গত বুধবার (১০ ফেব্রুয়ারি)  ২০২৫ সকাল ১০টায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেডিয়েট্রিক এনসিডি কর্নারের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের RMO মেডিকেল অফিসার ডা. সোহাগ মিয়া,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ICDDRBমেডিকেল অফিসার ডা. আজিমা,
 সিনিয়র স্টাফ নার্স মোখলেসুর রহমান,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সকল কর্মকর্তা বৃন্দ প্রমুখ।
 এখন থেকে   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিকলীতে বড়দের উচ্চরক্তচাপ ও ডায়াবেটিক রোগের পাশাপাশি শিশুদের নিচে উল্লেখিত ৬টি রোগের চিকিৎসা ও পরামর্শ দেয়া হবে। 
রোগগুলো হলঃ ১.শিশুদের জন্মগত হৃদরোগ
২.শিশুদের অ্যাজমা ৩.শিশুদের ডায়াবেটিস
৪.শিশুদের কিডনিরোগ(নেফ্রোটিক সিনড্রম)
৫.শিশুদের রক্তরোগ(থ্যালাসেমিয়া)৬.শিশুদে র মৃগীরোগ।
 তাছাড়াও এখানে নিয়মিত রোগী দেখছেন -
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. সজীব ঘোষ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডা. সোহাগ মিয়া। 
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/02/2025
আর্কাইভ তারিখ
31/12/2057