কুলিয়ারচরে বিনামূল্যে জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং বিশেষ ক্যাম্প - BhorerBarta24.Com
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিঃ) দিনব্যাপী ছয়সূতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মোঃ ইকবাল হোসেন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ অনন্যা দত্ত ও মেডিকেল অফিসার ডাঃ রুবাইয়াৎ তাহসিন, কিশোরগঞ্জে সিভিল সার্জন অফিসের এসএসিএমও রাবিয়া সুলতানা, স্বাস্থ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলাম ও আবদুছ ছাত্তার, ছয়সূতী ইউপি ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ মুক্তি মিয়া, স্বাস্থ্য সহকারী
মোঃ আনিসুর রহমান তৌহিদ, ছয়সূতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডব্লিউবি সুপ্রা খানম ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।
ডাঃ আদনান আখতার বলেন, জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং গর্ভবতী মায়েদের সচেতনতা করার উদ্দেশ্যেই এ বিশেষ ক্যাম্প।
তিনি বলেন, যাদের বিবাহের বয়স ১০ বছর হয়েছে অথবা যাদের বয়স ৩০-৬০ বছর তাদেরকে একটি স্ক্রিনিং পরীক্ষা করা হয়েছে।
তিনি আরো বলেন, সমাজের অর্ধেকই নারী। জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার এদুটো ক্যান্সারে মহিলাদের মৃত্যুর হার সবচেয়ে বেশি।
প্রাথমিক পর্যায়ে এ ক্যান্সার নির্ণয় করতে পারলে অধিকাংশ নারীর জীবন রক্ষা করা সম্ভব।
ডাঃ আদনান বলেন, কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিতই বিনামূল্যে জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং পরীক্ষা করানো হচ্ছে। এর আগে উপজেলার তিনটি ইউনিয়নে বিনামূল্যে জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস