রোববার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে আয়োজিত এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৩ বিষয়ক উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা প্রদানের সার্বিক ভাবে আলোচনা করেন ডাঃ সোহেল মিয়া।
উক্ত সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ পল্লব কুমার দেবনাথ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী। এতে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন এর উপ পরিচালক মোঃ মহসিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকন উদ্দিন আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনার কলি নাজনীন সহ আরো অনেকে।
জানা যায় কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক ১০ বছর হতে ১৪ বছরের শিক্ষার্থীদের মাঝে এ টিকা প্রদান করা হবে। সদর উপজেলায় মোট ২০২৭৯ জনকে এ টিকা কার্যক্রমের মধ্যে আনা হবে। এর মাঝেল শিক্ষার্থী ১৫৯৩৪ জন এবং সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী কিশোরী ৪৩৪৫ জন।
সমন্বয় সভা থেকে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হালনাগাদ সুপারিশে এক ডোজ টিকাই কার্যকর বলে জানানো হয়েছে। এক কোটির বেশি কিশোরীকে লক্ষ্য রেখে টিকার কার্যক্রম শুরু করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল করিম বলেন, এ কার্যক্রম চলতি মাসেই খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস