কিশোরগঞ্জ প্রতিদিন
রাজিবুল হক সিদ্দিকী কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,
৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ জুন) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ কর্মসূচীর উদ্বোধন করেন ।
সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম উল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস.এম তারেক আনাম, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল করিম উপস্থিত ছিলেন।
৬ মাস থেকে এক বছরের ৫৯ হাজার ৮৭৫ জন শিশুকে দেওয়া হচ্ছে একটি করে নীল রঙের ক্যাপসুল। এক বছর থেকে ৫ বছরের চার লাখ ৬১ হাজার ৫০০ জন শিশুকে খাওয়ানো হচ্ছে ১টি করে লাল রঙের ক্যাপসুল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস