রোববার কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কিশোরগঞ্জ সিভিল সার্জন চিকিৎসক সাইফুল ইসলামের সভাপতিত্বে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো' কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
কিশোরগঞ্জে ১৩টি উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার ৩৪৩টি ওয়ার্ডে ২ হাজার ৭৪৪টি কেন্দ্রের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার ৪১৭ জন শিশুকে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারী ও স্বেচ্ছাসেবীসহ ৬ হাজার ৭৯৯ জন দায়িত্ব পালন করবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) চিকিৎসক নূর মোহাম্মদ শামছুল আলম, ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক তারেক আনাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল করিম প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস