কিশোরগঞ্জে বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২২ পালিত
বিশ্ব নিউমোনিয়া দিবস। নিউমোনিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
শীতকালে নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যায়। সকল বয়সের লোকদের নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। তাই জনসচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে চিকিৎসক, নার্স ও রোগীদের নিয়ে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের সভা কক্ষে তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডাঃ এস.এম. তারেক আনাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নূর মোহাম্মদ সামছুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল করিম।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাকসুদুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অভিজিৎ পন্ডিত, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোস্তুফা ফয়সাল, গাইনী বিশেষজ্ঞ ডাঃ মুক্তা সুলতানা, জেলা MNCAH Officer ডাঃ মাহফিনা হক, ডাঃ রওশন আরা পারভীন, নার্সিং কর্মকর্তাবৃন্দ।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন বলেন, নিউমোনিয়া আক্রান্ত প্রায় রোগীই হাইপোক্সিয়ায় ভোগে। তাদের অক্সিজেনের প্রয়োজন পড়ে আর আমাদের এখানে অক্সিজেনের কোনো ঘাটতি নেই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস