Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


শিরোনাম
কিশোরগঞ্জে প্রথমবারের মত কমিউনিটিতে মাতৃমৃত্যু বিষয়ক পর্যালোচনা সভা (এমপিডিএসআর) অনুষ্ঠিত
বিস্তারিত

কিশোরগঞ্জ জেলায় প্রথমবারের মত অনুষ্ঠিত হল মাতৃমৃত্যু বিষয়ক পর্যালোচনা সভা। ১৬ নভেম্বর ২০২২ ইং তারিখে হাওড় অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলার দক্ষিণ বাঙ্গালপাড়ায় অনুষ্ঠিত হয় এই সভা।

সভায় গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩ টা ১০ মিনিটে জমজ বাচ্চা বাড়িতে ভূমিষ্ঠ করার পর মৃত রোগী হিসেবে মা-কে নিয়ে আসা হয়। কর্তব্যরত ডাক্তার মা-কে মৃত ঘোষণা করে।

উক্ত মাতৃমৃত্যুর ঘটনা সরেজমিনে পর্যালোচনা করতেই হাওড় অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলার দক্ষিণ বাঙ্গালপাড়ায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত অতিথিরা মাতৃমৃত্যুর এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে করণীয় সম্পর্কে আলোচনা করেন। হাসপাতালে এসে প্রসব সেবা নেবার জন্য উদ্বুদ্ধ করেন। পাশাপাশি এলাকার জনগনকে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিনামুল্যে গর্ভবতী নারীদের সেবার বিষয়ে অবহিত করার পাশাপাশি গর্ভবতী নারীদের বিনামুল্যে আম্বুলেন্স সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর খসরু –এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন মহোদয় ডা. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. এস.এম.তারেক আনাম এবং বাঙ্গালপাড়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব মো. মনিরুজ্জামান রুস্তম। এছাড়াও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. চম্পক বাড়ই, স্বাস্থ্য সহকারীগণ, উপ-স্বাস্থ্য সহকারীগণ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তাঁর কার্যালয়ের স্টাফগণ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল-কলেজপড়ুয়া ছাত্রী।  

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/11/2022
আর্কাইভ তারিখ
30/11/2054