Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


শিরোনাম
কিশোরগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
বিস্তারিত

কিশোরগঞ্জে এইচপিভি ক্যাম্পেইন উদ্বোধন

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার সকালে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া ও জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক টিকাদান বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। শুধুমাত্র বেঁচে থাকার নামই জীবন নয়, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেঁচে থাকাটাই বড় কথা। এই টিকাদান এরই একটি অংশ। এ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ এবং সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, মায়েদের মৃত্যুর একটি প্রধান কারণ হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার। এ টিকাদানের মাধ্যমে তাদের মৃত্যুঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা যাবে।

তিনি জানান, কিশোরগঞ্জ জেলার ১০-১৪ বছর বয়সী ১ লাখ ৭৮ হাজার ৪৭৬ জনকে এ টিকা দেওয়া হবে। এর মধ্যে ১ লাখ ৬৪ হাজার ২৯৮ শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১৪ হাজার ১৭৮ জন। ইতিমধ্যে জেলার ৫০ হাজারের বেশি রেজিস্ট্রেশন করা হয়েছে এবং বাকিগুলো দু-একদিনের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে বলে জানান সিভিল সার্জন।

বিডি প্রতিদিন/এমআই

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/10/2023
আর্কাইভ তারিখ
31/10/2055