Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


শিরোনাম
কিশোরগঞ্জে এইচআইভি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - স্বদেশ প্রতিদিন
বিস্তারিত

কিশোরগঞ্জে এইচআইভি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - স্বদেশ প্রতিদিন

কিশোরগঞ্জে এইচআইভি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে এইচআইভি/এইডস বিষয়ক সচেতনতা ও এইচআইভি শনাক্তকরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৯ জুন) সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ডিপুটি সিভিল সার্জন ডা. এস এম তারেক আনাম।


কর্মশালায় এইচআইভি ও এইডস বিষয়ে ভিডিও স্লাইড প্রদর্শন এবং আলোচনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম তারেক আনাম, মনিটরিং কো অর্ডিনেটর প্রবীর চন্দ্র রায় ও ডা. মেডিকেল অফিসার ডা. মো. মাহবুবুর রহমান।


কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে বর্তমানে এইডস আক্রান্ত মোট জনসংখ্যার প্রাদুর্ভাবের হার ০.০১ শতাংশের নিচে। দেশে এইডস আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৪ হাজারের বেশি। তবে দেশে চিকিৎসার আওতায় রয়েছে মাত্র নয় হাজার সাতশত জন রোগী। বাকি পাঁচ হাজার তিনশত জনের মত। 


কর্মশালায় আরও বলা হয়, এইডস নিরাময়যোগ্য না হলেও সঠিক সময়ে চিকিৎসায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশ্বব্যাপী আধুনিক ওষুধ ও চিকিৎসা ব্যবস্থার উদ্ভাবনের ফলে এইডসে আক্রান্ত হলেও মৃত্যুহার অনেক কমে এসেছে। 


আলোচকগণ সকলকে এইচআইভি ও এইডস সম্পর্কে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থাই শ্রেয়। দেশে সরকারি পর্যায়ে বিনামূল্যে এ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাসহ যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।


চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (এইচপিএনএসপি) এর টিবিএল এন্ড এএসপি কর্মসূচি, এইডস/এসটিডি প্রোগ্রাম অপারেশনাল প্লানের আওতায় কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জেলা পর্যায়ে সিনিয়র স্টাফ নার্স মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, প্যারামেডিক্স/স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, ইমাম ও মুয়াজ্জিন, গণ্যমান্য ব্যক্তি, এনজিওকর্মীসহ অনেকেই অংশ নেন। 


স্বদেশপ্রতিদিন/এমএস


https://www.swadeshpratidin.com/details.php?id=92535


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/06/2023
আর্কাইভ তারিখ
19/06/2023