![]() কমিউনিটিতে মাতৃমৃত্যু বিষয়ক পর্যালোচনা সভা
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় উপজেলার যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি এলাকার আজিম উদ্দিনের বাড়িতে এ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো: নাজমুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম তারেক আনাম, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, ইউনিসেফ’র জেলা কো-অর্ডিনেটর ডা: মাহফিনা হক বৃষ্টিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মায়েরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে সিভিল সার্জন বলেন, গর্ভকালীন অবস্থায় প্রতিটি মায়ের সর্বনিম্ন ৪ বার মাতৃকালীন চেকআপ করার প্রয়োজন।
তিনি বলেন, সচেতনতার কোন বিকল্প নেই। সে হিসেবে মাতৃকালীন অবস্থায় প্রতিটি মায়ের সচেতন হওয়া দরকার।
এসময় গর্ভবতী মায়েদেরকে গর্ভকালীন ৫টি বিপদ সংকেত সম্পর্কে ধারনা দেওয়া হয়। গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয় এবং গর্ভবতী মায়েদেরকে হাসপাতালে ডেলিভারী করানোর জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস