দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে সৈয়দগাঁও গ্রামের কাশেম মিয়ার স্ত্রী মিম আক্তার (২০) স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাশিশুর জন্ম দেন। এর মাধ্যমে উপজেলাবাসীর দুর্ভোগের অবসান হলো বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা।
বিনা খরচের এই অস্ত্রোপচার দলে ছিলেন প্রসূতি বিশেষজ্ঞ শাহ মো. হাসানুর রহমান, অবেদনবিদ ফারজানা জামান পুনম, সহকারী সুমাইয়া রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুল হাসান সিদ্দিক, ওটি ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সেলিনা বেবি প্রমুখ।
মিম আক্তারের মা মেনু আক্তার বলেন, এখানে আগে সিজার হতো না। এখন চালু হওয়ায় কষ্ট করে কিশোরগঞ্জ, নরসিংদী বা ময়মনসিংহে যেতে হবে না। বিনা পয়সায় সেবা নেওয়া যাবে। চিকিৎসকদের আন্তরিকতায়ও মুগ্ধ। ক্লিনিকে সিজার করাতে ১০-১৫ হাজার টাকা খরচ হয়।
লিঙ্কঃ এক যুগ পর পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার (samakal.com)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস