কিশোরগঞ্জে অনিবন্ধিত পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করা হয়েছে। এগুলো হল, শহরতলীর মুকসেদপুর এলাকার মেডিকেয়ার হেলথ সেন্টার, আধুনিক চক্ষু হাসপাতাল ও বড়পুল চক্ষু হাসপাতাল, লতিবাবাদ চরপাড়া এলাকার মুক্তি ডায়াগনস্টিক সেন্টার এবং শহরের নওয়া বটতলা এলাকার হোসাইনিয়া হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার। গত রোববার বিকাল থেকে রাত পর্যন্ত সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের নেতৃত্বে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সীলগালা করে দেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস